সংস্কারের অভাবে ভেঙে পড়ছে ঐতিহ্যবাহী বালিয়া রাজ বাড়ি

0
190

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

নিজস্ব চিত্র

জেলায় একদিকে যেমন বেশ কিছু ঐতিহ্যবাহী স্থান সংস্কারের অভাবে যেমন পরে পরে নষ্ট হচ্ছে তেমনি উত্তর দিনাজপুর জেলায় এমন অনেক মন্দির ও মসজিদ আছে যা দেখবার জন্য আসে প্রচুর মানুষ।কিন্তু উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কোন হেলদোল না থাকায় তা নষ্ট হয়ে যেতে বসেছে।

উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ার হোসেনদীঘি,রামগঞ্জের কলতাহারের মসজিদ,ইসলামপুরের সোনাখাদা মসজিদ,বিন্দলের বালিয়ারাজার বাড়ী,গোয়ালপুখোরের দেবীগঞ্জের ঐতিহাসিক ডাক বাংলো,বাহিনের জমিদারের বাড়ি,মালনের ঐতিহাসিক ডাক বাংলো সহ মন্দির মসজিদগুলির সংস্কারের প্রয়োজন থাকলেও কোন এক অজ্ঞাত কারণে তা করা হয়নি।

old cottage broken Lack of reform | newsfront.co
ধ্বংসের পথে।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

যদিও বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায়,রাজ্যের পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য দেরিতে হলেও উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কাছে জেলার পুরাতত্ত্বের ঐতিহাসিক স্থানগুলির রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে জনা যায়।

উত্তর দিনাজপুর জেলার মানুষের দাবি জেলার এইসব ঐতিহাসিক স্থান গুলির সংস্কার করা হলে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here