নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দলে যোগদানের ক্ষেত্রে বেনোজল আটকাতে একগুচ্ছ পরিকল্পনা গেরুয়া শিবিরের।অনলাইন রেজিস্ট্রেশান থেকে শুরু করে লোকাল লিডারের রেকোমেনডেশান সবকিছুই লাগবে যোগদানের ক্ষেত্রে। আর্থিক কেলেঙ্কারিতে যুক্তদের দলে যোগদানের ক্ষেত্রে অবশ্য জেলা নয় সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি।
এর মধ্যেই মঙ্গলবার ফের দলে ফিরলেন আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকুমার ভুঁইয়া।মহিলা কোঅপারেটিভ ব্যাঙ্ক তছরুপে অভিযুক্ত সুকুমার ভুঁইয়া ইতিপূর্বে বেশ কয়েকদিন সিআইডি হেফাজতেও ছিলেন।সেই সুকুমার ভুঁইয়া একসময় বিজেপিতে থাকলেও মাঝে দলত্যাগ করে নাম লিখিয়েছিলেন তৃনমূলে।
আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
তাকেই আবার ফের ঘরে ফিরিয়ে নিল বিজেপি।বিতর্ক এড়াতে অবশ্য বিজেপির জেলা সভাপতি সমিত দাসের দাবি, সুকুমার ভুঁইয়াকে ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য বিজেপির সবুজ সংকেতের পরেই। অন্যদিকে তৃনমুলের ঘর ভাঙা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলায়।আজও তৃনমূলের ঘর ভেঙে ২৫০ জন বিজেপির ছাতার তলায় আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584