শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
ফের দক্ষিন দিনাজপুর জেলায় ডেঙ্গু আতঙ্ক। এবার ডেঙ্গু আক্রান্ত এলাকা হল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক।
জানা গেছে, বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসি পুর এলাকায় অজানা জ্বরের প্রকোপ শুরু হওয়ায় এলাকাবাসী ডেঙ্গু আতঙ্কে ভুগছে। ইতিমধ্যেই এলাকার ৩০ জনের বেশী মানুষ এই জ্বরে আক্রান্ত বলে জানা যায়, তার মধ্যে ২০ জনের বেশি মানুষ স্থানীয় রসিদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি।
স্বাস্থ্য দপ্তর এই জ্বর ডেঙ্গু কিনা জানতে আক্রান্তদের রক্ত পরীক্ষার জন্য পাঠালেও আক্রান্তদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ থাকায় স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু আতঙ্কে ভুগছে।
আরও পড়ুনঃ টাঙ্গন নদীর ভাঙ্গনে বিপর্যস্ত বাসিন্দারা, উদাসীন প্রশাসন
জেলা স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু নিয়ে বছরভর প্রচার চালালেও চলতি বছরে দক্ষিন দিনাজপুরের বিভিন্ন জায়গায় তিনবারের বেশী ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় স্বাস্থ্য দপ্তরের কাজ প্রশ্নের মুখে পড়েছে। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা হলেও তিনি কোন মতামত প্রকাশ করেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584