নকশালবাড়িতে বাইসন আতঙ্ক

0
56

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

the panic of bison
নিজস্ব চিত্র

শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের দক্ষিণ কোটিয়া জোত এলাকায় দুটি বাইসন লোকালয়ে চলে আসায় ব্যাপক আতঙ্ক ছড়াল।

জানা গিয়েছে যে,এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই এলাকায় বাইসন দুটিকে দেখতে পান।একটি বাইসন হরেকৃষ্ণ বারুই নামে এক ব্যক্তির কুয়োর পাড়ে পা পিছলে পড়ে যায়। যার ফলে সেখানেই মৃত্যু হয় বাইসনটির। অপর একটি বাইসন এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এই দেখে খবর দেওয়া হয় বন বিভাগে।

the panic of bison
নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মীরা। এরপর ঘন্টা খানেকের প্রচেষ্টা অপর বাইসনটিকে রথখোলা এলাকা থেকে ধরে ফেলেন।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বাইসনের হামলায় আহত ২

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইসনটির ময়নাতদন্ত করা হবে।অপরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।তবে কোথা থেকে আসল তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। যদিও অনুমান যে খোলাবাড়ি বিজার্ভ ফরেস্ট আছে হয়তো সেইখান থেকে চলে এসেছে। অপরদিকে বাইসনদুটিকে দেখতে ভীড় জমান এলাকার মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here