নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বছর ঘুরতেই ফের বাঘের আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। বড় বড় পায়ের ছাপ আর ভয়ঙ্কর গর্জন শুনে চরম আতঙ্কিত গ্রামবাসীরা।ঘটনাটি রামগড় এলাকায়।
ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তর এর আধিকারিক ও চন্দ্রকোনা থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে রামগড় লাগোয়া জঙ্গল থেকে কোন জন্তুর ভয়ঙ্কর গর্জন শুনতে পায় তারা।শুক্রবার সকালে গ্রামের বিভিন্ন জায়গায় চোখে পড়ে বড় বড় পায়ের ছাপ। এসব দেখি বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দামকুড়া ও আঁধারনয়ন বিট অফিসের আধিকারিকরা।
বনদপ্তর এর অফিসাররা জানিয়েছেন,পায়ের ছাপ পরীক্ষার জন্য তারা ছবি তুলে পাঠাচ্ছে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে। গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে বনদপ্তর।
আরও পড়ুনঃ লোকালয়ে বাঘের আতঙ্ক,খুঁজতে গিয়ে উদ্ধার হরিণ
প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চ মাসে লালগড়ে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। সে মাসেই বাঘঘোড়ার জঙ্গল থেকে উদ্ধার হয় রয়েল বেঙ্গল টাইগার এর মৃতদেহ। এরপর ফের বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ফিরে এলো বাঘের আতঙ্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584