শ্যামল রায়, বর্ধমানঃ
শুক্রবার বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বর্ধমানের মানুষের বহু প্রতীক্ষিত ভূগর্ভস্থ দ্বিচক্রযান পার্কিং এর শুভ সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলন দিয়ে শুভ সূচনা করা হল। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ অগস্ট সংস্কৃতি মঞ্চের প্রশাসনিক বৈঠকে, এই পার্কিং এর শুভ উদ্বোধন করে গিয়েছেন।
এ দিন উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, সহ সভাধিপতি দেবু টুডু, উন্নয়ন সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক সুমন্ত বসু প্রমূখ। বর্ধমান শহরের মানুষ এখন থেকে মোটরবাইক ও সাইকেল নিশ্চিন্তে এই পার্কিংয়ে রাখতে পারবেন।
বর্ধমান উন্নয়ন সংস্থার আর্থিক আনুকূল্যে এই পার্কিং নির্মিত হয়েছে যার খরচ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ২২ লক্ষ টাকা। পাশাপাশি বিধায়ক তহবিলের ৪০ লক্ষ টাকা ব্যায়ে দ্বি-চক্রযান পার্কিংয়ের বাইরের অলংকরণ করা হয়েছে। আশা করা হচ্ছে, বর্ধমান শহরে যানজটের সমস্যার সমাধান হবে।
আরও পড়ুনঃ দশম বছর পদার্পণে ‘গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও’ থিম মহেশতলার কালীপুজোয়
বর্ধমান উন্নয়ন সংস্থা বেশ কিছু কাজ করলেও এটি একটি উল্লেখযোগ্য কাজ বলে মনে করছেন অনেকেই। রবিরঞ্জন চট্টোপাধ্যায় জানান, এখন থেকে বর্ধমান বিসি রোড-সহ শহরের বেশ কিছু জায়গায় যেভাবে যত্রতত্র দ্বি-চক্রযান রাখা থাকে তার থেকে মুক্তি পাবে মানুষ। এভাবে যানবাহন রাখার ফলে ব্যবসাদারদের অসুবিধা হয়।
পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, এইরকম একটা স্থানে এই পার্কিং হওয়ায় বর্ধমানের মানুষদের সুবিধা হবে। আরো বলেন বিসি রোড শহরের ব্যবসার প্রাণকেন্দ্র।
এই স্থানে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই এই পার্কিংয়ের তাদের যানবাহনগুলি রাখতে পারবেন। এখন থেকে সকলেই উপকৃত হবেন। এই পার্কিংয়ে দিনের বেলায় যানবাহন রাখার জন্য ২ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত খরচা লাগবে। পাশাপাশি রাতের জন্য ২০ টাকা খরচা হবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584