রাতের অন্ধকারে পুড়ে ছাই বিজেপির পার্টি অফিস

0
33

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূলের জয়ের পরে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যানের বাড়ির পাশে বিজেপির পার্টি অফিস পুড়ে ছাই হল।

party office of bjp brunt | newsfront.co
পুড়ে ছাই৷ নিজস্ব চিত্র

হলদিয়ার ৬ নং ওয়ার্ডের পশ্চিম রামনগরে বিজেপির পার্টি অফিসে গতকাল গভীর রাতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ভিতরে রাখা ছবি, ফ্ল্যাগ, টেবিল, দরকারি কাগজপত্র। কিন্তু কেউ টের পায়নি। পরদিন ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।

the party office of bjp brunt | newsfront.co
বিকাশ বারিক, স্থানীয় বিজেপি কর্মী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রিষড়ায় অস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি নেতা

বিজেপির বিকাশ বারিকের অভিযোগ, এলাকার তৃণমূলের দুস্কৃতীরা রাতে সুযোগ বুঝে আগুন লাগিয়েছে। অফিসের কাঠামো, দরজা, প্রধানমন্ত্রীর ছবি, ফ্ল্যাগ সব পুড়িয়ে দেয়।

স্থানীয় পার্থ নায়েক বলেন, রাতে বিজেপির পার্টি অফিস কে পুড়িয়েছে বুঝতে পারছি না। পাশেই বাড়ি কিন্তু কোনও টের পাইনি।

হলদিয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শুধাংশু মন্ডল বলেন, এখানে তৃণমূলের কোনও দুস্কতী নেই। নিজেদের মধ্যে ঝগড়া করে, রাতে নিজেরা আগুন লাগায়। ওখানে পাড়ার দুস্কতীরাই আড্ডা মারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here