শ্যামল রায়,পূর্বস্থলীঃ
সোমবার পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামলো।পুজো দিলেন হাজার হাজার পুণ্যার্থী।শ্রাবণের শেষ সোমবার বুড়োরাজ মন্দির এ বিপুল ভক্তের সমাগম হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা।
ভিড় সামাল দিতে উপস্থিত ছিলেন বহু পুলিশ আধিকারিক এবং নিরাপত্তায় প্রচুর পুলিশ।একদিকে ছিল ইদুজ্জোহা অন্যদিকে বুরোরাজ মন্দির এ প্রচুর ভক্তের সমাগম।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই মন্দিরে অস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
মন্দির চত্বরে টাঙিয়ে দেয়া হয়েছিল নোটিশ।মন্দিরের সেবায়েত প্রবীর বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় ও সৌভিক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে শ্রাবণ মাসের শেষ সোমবার হাজার হাজার পূণ্যার্থী সমাগম হয়ে থাকে ইতিমধ্যেই নদিয়া মুর্শিদাবাদ হুগলি বীরভূম জেলা থেকে হাজার হাজার পূণ্যার্থী এসেছিল পুজো দিতে।
শিবের মাথায় জল ঢেলে পুজোর দিয়েছেন ভক্তরা। কয়েকশো বছরের পুরনো মন্দির হল বুড়োরাজ এর মন্দির।এক সময় এই এলাকা ছিল জঙ্গলে ভরা কথিত জঙ্গলে বুড়োরাজ শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুনঃ মন্তেশ্বরের পাতেশ্বর মন্দিরে শিবচতুর্দশীতে পুণ্যার্থীদের ভিড়
কষ্টি পাথরের মূর্তি নিয়ে একটি ঘরের চালা মন্দিরে প্রতিষ্ঠিত হয় শিবলিঙ্গ সেই থেকে আজও পুজো হয়ে আসছে জামালপুরের বুড়ো রাজ ধর্ম রাজার পুজো হিসেবেও এলাকার মানুষ জানেন।
অনেকেই জানাচ্ছেন যে বহু বিপদ এবং জটিল রোগের হাত থেকে মুক্তি পেয়ে থাকেন ভক্তরা।
মানত করলে ফল পাওয়া যায় এবং তাই বিশ্বাস মন্দিরে আসা ভক্তদের।বুদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় বুড়োরাজ এর বিশেষ পুজো হয়ে থাকে।
তবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সব থেকে বড় পুজো ও বিশাল মেলা বসে এখানে।নিত্য পূজা যেমন হয় তেমনি ভক্তরা প্রতি সোমবার এই এসে পুজো দিয়ে যান।স্থানীয় বাসিন্দারা জানান যে, “বুড়ো রাজার মাথায় জল ঢেলে পুজো দিয়ে থাকেন ভক্তরা দুধ ও গঙ্গাজল দিয়ে থাকে।তাই শ্রাবণের শেষ সোমবার ভক্তের ঢল এ জমজমাট ছিল বাবা বুড়োরাজ এর মন্দির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584