কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে পুলিশি হামলার অভিযোগ

0
128

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

রবিবার রাত্রি বারোটা নাগাদ কান্দি থানার অন্তর্ভূক্ত হিজল গ্রামের বাসিন্দা কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হকের বাড়িতে হামলা করে পুলিশ।

police attack to house of panchayat president | newsfront.co
উল্টানো সিলিন্ডার।নিজস্ব চিত্র

পরিবারের পক্ষ থেকে জানানো হয় কান্দি থানার আইসি, এসআই এবং এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে চড়াও হয় আমিনুলের বাড়িতে।কেন কি কারনে এই ঘটনা ঘটলো তার সঠিক তথ্য এখনো মেলেনি।

police attack to house of panchayat president | newsfront.co
নিজস্ব চিত্র

বাড়ির মহিলারা যারা ছিলেন তাদের মারধর করা হয়েছে এই অভিযোগ আনা হয় পুলিশের বিরুদ্ধে।মহিলারা সরাসরি আই সি এবং এস আই এর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন।এমনটাও জানা গেছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা বাহিনী নিয়ে এসে বাড়িতে ভাঙচুর চালিয়ে বেশ কিছু নথিপত্র,গহনা,টাকা-পয়সা এমনকি মহিলাদের পরিহিত গহনা খুলে নিয়ে ওনারা চলে যান।

আরও পড়ুনঃ শীতলখুচিতে বিজেপির অবরোধ শেষে বিক্ষিপ্ত হামলা,আহত ৬

police attack to house of panchayat president | newsfront.co
আক্রান্ত পরিবারের সদস্যা।নিজস্ব চিত্র
police attack to house of panchayat president | newsfront.co
সফিউল আলম খান,বিধায়ক।নিজস্ব চিত্র

এক প্রকার বাড়ির তালা ভেঙে জোরজবরদস্তি ঘরের ভেতর প্রবেশ করেছে পুলিশ এমনটাই জানানো হয় পরিবারের পক্ষ থেকে।আমিনুল হক তার মেয়ের অস্ত্রোপচার হওয়ার কারণে হসপিটালে ছিলেন।তার অবর্তমানে কান্দি থানার পুলিশ এসে এই ঘটনা ঘটায়।

পরিস্থিতি দেখতে পঞ্চায়েত সভাপতির বাড়িতে উপস্থিত হন কান্দির বিধায়ক শফিউল আলম খান।তিনি জানান পুলিশ এ ঘটনা ঘটালো তার কারন আমিনুল হক কংগ্রেসে পার্টির সঙ্গে যুক্ত এবং এও জানান কান্দি থানার পুলিশ এসে বাড়ির মহিলাদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে এবং বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে।

তবে পুরো ঘটনায় পুলিশ বাহিনী এলেও ছিল না কোন মহিলা পুলিশ।উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here