সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিজেপি তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ পায়ের আঙুল গেলো এ এস আই কৃষ্ণেন্দু ঘোষের।কৃষ্ণেন্দু ঘোষ নোদাখালি থানার কর্মোরত।শুক্রবার নোদাখালি থানার মধ্যরায় পুরে রাত্রি ১০,৩০ মিনিট নাদাদ বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছাতেই দেখা যায় মুড়ি মুরকির মতো বোমা পড়ছে এবং তার আঘাতে ডান পায়ের তর্জনী আঙুল উড়ে যায় অফিসারের।
বিজেপির zp ৬৮ মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল মণ্ডলের অভিযোগ যে রাতে বজবজ ২ নম্বর ব্লকের মধ্য রায়পুরে গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ মণ্ডল সহ তার দল তান্ডব চালায়।বোমাবাজি করে ও শূন্যে গুলি চালায়।
তবে এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে উভয় পক্ষ কেউই নোদাখালি থানায় অভিযোগ দায়ের করেনি।তবে উভয় পক্ষের কেউই নোদাখালি থানায় অভিযোগ দায়ের করেনি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584