স্কুলে শিক্ষকের ভূমিকায় খোদ পুলিশ সুপার

0
54

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

police super role of teacher | newsfront.co
নিজস্ব চিত্র

নারী পাচার রুখতে এবার বিদ্যালয় এ শিক্ষকের ভূমিকায় দেখা গেল জেলা পুলিশ সুপার সুমিত কুমারকে।উত্তর দিনাজপুর জেলার তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাইস্কুলে শনিবার এমন এক সচেতনতা শিবিরের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ।

police super role of teacher | newsfront.co
নিজস্ব চিত্র
police super role of teacher | newsfront.co
অমিত কুমার,পুলিশ সুপার।নিজস্ব চিত্র

যেখানে মূলত ছাত্র ছাত্রীরা সারাদিন পেল শিক্ষক হিসেবে পুলিশ সুপারকে। এদিন পুলিশ সুপার এর ভূমিকায় খুব খুশি এই বালিকা বিদ্যালয় এর ছাত্রীরা।নারী পাচার রোধে কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে পুলিশ সুপার সুমিত কুমার। সকলের সামনে পেয়ে বলেন বর্তমান সময়ে সকলকে সতর্ক হয়ে চলতে হবে।এখানে এক শ্রেণীর মানুষ সব সময় চেষ্টা করে সমাজে অপরাধ মূলক কাজ করে সমাজকে ক্ষতি করার।

police super role of teacher | newsfront.co

স্কুলের ছাত্রী।নিজস্ব চিত্রতারই ফলস্বরূপ দিনের পর দিন অর্থের লোভ দেখিয়ে একশ্রেণীর দরিদ্র পরিবারের মেয়েদের ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে একশ্রেণীর দালাল চক্র।মূলত এই দালাল চক্রের হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উচিত নিজে থেকে সচেতন হওয়া।

জেলা পুলিশ সুপার আরো বলেন, ‘নিজেকে বর্তমান সময়ে অনেক সজাগ থাকতে হবে তাহলেই যেখানে মূলত বর্তমান সমাজ থেকে নারী পাচার নির্মূল করা সম্ভব হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here