মনিরুল হক, কোচবিহারঃ
রাত পেরোলেই ধনদেবীর আরধনা বাংলার ঘরে ঘরে এই দেবীর পূজার প্রচলন আছে। ঘটে পটে মূর্তিতে এই দেবী পূজিত হন সর্বত্র।
সাধারণ মানুষের বিশ্বাস লক্ষ্মী ধনের দেবী। তার আরধনা করলে সমৃদ্ধি হয় সংসারে। কোজাগুলি পূর্ণিমায় এই দেবীর আরধনা হয়ে থাকে। লক্ষ্মী পূজা উপলক্ষে জমে উঠেছে বাজার। তবে দিন পোহালেই লক্ষ্মী পূজা। কিন্তু সেই ভাবে বিক্রি নেই প্রতিমার।
আরও পড়ুনঃ বাজারে আগুন, অল্পতেই দেবীকে তুষ্ট করতে ফর্দতে কাঁচি
শনিবার সকাল পর্যন্ত তেমন ভাবে বিক্রি হয়নি লক্ষ্মী প্রতিমা। মৃৎ শিল্পীদের আশা বিকেলের বাজার জমতে পারে। এইদিন বিকেলে যদি ঠিকঠাক মূর্তি বিক্রি হয় তাহলে কিছুটা লাভের মুখ দেখবে ব্যবসায়ীরা।
খারিজা কাঁকড়িবাড়ি থেকে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে মূর্তি বিক্রি করতে আসা মৃৎ শিল্পী নিতাই পাল জানান, যে এবার তাদের ব্যবসায় অনেকটাই ভাটা দেখা দিয়েছে। পট ও মূর্তি কেনার প্রতি মানুষের আগ্রহ কম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584