বিজেপির বিরুদ্ধে খুনের হুমকি পোস্টার,গোষ্ঠীদ্বন্দ্ব মত তৃণমূলের

0
50

সুদীপ পাল,বর্ধমানঃ

the poster about warning murder to bjp
বিতর্কিত পোস্টার।ছবিঃপ্রতিবেদক

‘বিজেপি করলে লাশ ফেলে দেব।’ এমনই হুমকি পোস্টার বর্ধমান শহরের রথতলায় প্রায় প্রতিটি বাড়িতেই সাঁটিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল তৃণমূলের মধ্যে।

নতুন পল্লীর বাসিন্দারা অজয় পোদ্দার,পুরাতন পল্লীর আশীষ মজুমদারের বাড়িতে এই পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা হয়েছে, ‘এই এলাকায় বিজেপি পতাকা লাগানো যাবে না,বিজেপি মিছিল করা যাবে না,এই কাজ যারা করবে তাদের মেরে লাশ গায়েব করা হবে।’

পোস্টার এর নিচে লেখা ‘জয় বাংলা’। বিজেপির দাবি, কার্জন গেটের একটি অনুষ্ঠানে তৃণমূল সিপিএম ছেড়ে পাঁচশো জনেরও বেশি মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি জেলার সাংগঠনিক সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দীর বক্তব্য, শহরের মধ্যে রথতলা কাঞ্চননগর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে মনে করা হত। সেই ঘাঁটি ক্রমশই দুর্বল হয়েছে। তাই খুনের হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বিজেপি নেতার মুন্ডু কেটে নেওয়ার হুমকি পোস্টার

এলাকার বিজেপি কর্মীরা বলছেন,নিয়মিত এবং ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের কিন্তু তাতেও দমানো যাচ্ছে না দেখে এই ধরনের পোস্টার লাগিয়ে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে।

বিজেপি অভিযোগের তীর রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের দিকে তুললেও তৃণমূল এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরছেন।

এলাকার বাসিন্দা তথা বর্ধমান জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক খোকন দাস বলেন,পুরনো কর্মীরা বিজেপিতে নতুনদের চাপে কোণঠাসা হয়েছেন। নিজেদের জায়গা ফিরে পেতে পুরনোরা তাই তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here