নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
রাত পোহালেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থীর হয়ে প্রচারে আসছেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জি।আর তারই প্রস্তুতি দেখতে এলেন জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র।
বালুরঘাটের তৃণমূল প্রার্থীর হয়ে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই কারনে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেত্রীর বার্তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বুনিয়াদপুর শহরবাসীর কাছে গুরু মন্ত্রের মতন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন জোর প্রস্তুতিতে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব।তৃণমূল নেত্রীর জনসভার একদিন পূর্বে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র সভাস্থল পরিদর্শন করলেন।
আরও পড়ুনঃ বহরমপুর লোকসভা কেন্দ্র জিতলে যা চাইবে তাই পাবে জেলাবাসী,বেলডাঙ্গার জনসভায় মমতা
এদিন সভাস্থল পরিদর্শন করার পর তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র জানান রাজ্যের হেভিওয়েট বেশ কিছু নেতা জেলায় নির্বাচনী সভা করলেও দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির জনসভা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন বুনিয়াদপুর ও গঙ্গারামপুর মিলিয়ে লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবে তৃণমূল নেত্রীর জনসভায় মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য।পাশাপাশি আগামী ১৯শে এপ্রিল গঙ্গারামপুর এবং বালুরঘাট শহরেও যে মমতা ব্যানার্জির যে জনসভা রয়েছে সেকথা আরও একবার সংবাদমাধ্যমকে জানান জেলা সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584