শ্যামল রায়,নবদ্বীপঃ
বেশ কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছিল।চৈতন্য ভূমি নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়।এছাড়াও মন্দির কালনা এবং পূর্বস্থলীতে ও জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়।
পূর্বস্থলীর বিদ্যানগর চৈতন্য সেবা সমিতির উদ্যোগে এদিন সকাল থেকে শুরু হয়ে গেছে রথ যাত্রার জোর প্রস্তুতি।সেবা সমিতির সম্পাদিকা এই রথযাত্রা উপলক্ষ্যে ১০৮ ভোগের ব্যবস্থা করে থাকেন।সাত দিন ধরে হাজার হাজার ভক্তদের মধ্যে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করে থাকেন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ বিভাস বিশ্বাস।তবে রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ও রথযাত্রা বের হয় হেমাতপুর থেকে।এছাড়াও চলে বিভিন্ন ধরনের কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবদ্বীপ শহরে ও জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে বিভিন্ন মঠ মন্দির।নবদ্বীপের রাধা সুদর্শন মন্দিরের প্রধান ভাগবত কিশোর গোস্বামী জানিয়েছেন যে এই প্রথম নবদ্বীপে পতিতপাবন জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরো জানিয়েছেন যে গত ১৭ জুন স্নান যাত্রার উৎসবের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে রথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা।
এই মন্দিরে রথ যাত্রার সমগ্র পর্বটি হুবহু পুরীর মন্দিরের অনুসরণে পালিত হবে এবং জগন্নাথ দেবের বিগ্রহ পূজিত হবে।
ভাগবত কিশোর গোস্বামী আরো জানিয়েছেন যে পতিত পাবন জগন্নাথের রথযাত্রা আর কোথাও দেখা যায় না পুরি থেকে তৈরি করানো হয়েছে এক কুইন্টাল ৬০ কেজি ওজনের বিগ্রহ বঙ্গদেশে এত বড় জগন্নাথ বিগ্রহ আছে বলে আর মনে হয় না দাবি করেছেন তিনি।
এছাড়াও নবদ্বীপ শহরের মনিপুর গৌড়ীয় মঠ এবং রাধারানীর আশ্রম থেকেও রথযাত্রা বের হবে তাই রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা নবদ্বীপ শহর এবং কালনা মহকুমার বিভিন্ন জায়গা।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে রথযাত্রা শান্তিতে যাতে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে বিভিন্ন জায়গায় সিভিক এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে রথযাত্রা উপলক্ষ্যে নবদ্বীপে বহু দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে সমস্ত রকম নজরদারি বাড়ানো হয়েছে নবদ্বীপ ফেরিঘাটে ও নজরদারি রাখা হয়েছে যাতে কোনো রকম যাত্রী পরিষেবার ব্যাঘাত না ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584