দিল্লিতে অভিব্যক্তি ভাষার মেলবন্ধন পত্রিকার অনুষ্ঠানের আয়োজন

0
122

শ্যামল রায়,দিল্লিঃ

গত রবিবার একটি সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে কবিতা পাঠ আলোচনা নাচ-গান প্রভৃতি ছিল।

নিজস্ব চিত্র

পত্রিকার সম্পাদিকা ডালিয়া মুখার্জি জানিয়েছেন যে, “পত্রিকা সম্পাদনা করার জন্যে যে যোগ্যতার দরকার হয় জানিনা তার কতটুকু আছে আমাদের।কিন্তু কিছু অন্যরকম করার চেষ্টাতেই ‘অভিব্যক্তি’র পথ চলা শুরু।পূর্ব ঘোষণা মতই সেই ‘অভিব্যক্তি-ভাষার মেলবন্ধন’ সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে যে মানুষটা উপস্থিত ছিলেন তাঁর সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই,তিনি অরুণ কুমার চক্রবর্তী,সেই বিখ্যাত ‘লালপাহাড়ীর দেশে যা’ গানের স্রষ্টা। প্রায় মাসখানেক আগে ওনাকে ফোন করেছিলাম,বলেছিলাম আমাদের বহুভাষীয় ব্যপ্তির কথা। শুনে উনি সাথে সাথেই রাজি হয়েছিলেন আসার জন্যে।

অনুষ্ঠান মঞ্চ।নিজস্ব চিত্র

সাথে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দি ভাষার বিশিষ্ট কবি শ্রীমতি সুক্ষলতা মহাজন, শ্রীমতি নীতু সিং রাই, ডঃ সংগম বর্মা ,রোলী ম‍্যাম সাথী মন্ডল মালবিকা ব্যানার্জি কামদেব ও রাম বীর সিং, প্রমুখ।কলকাতা থেকেও যেমন অনেক কবি সাহিত্যিক এসেছিলেন, তেমনই ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও হিন্দি ভাষার অনেক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী অসিম দা।সবার ভালোবাসায় আর আন্তরিকতায় এই আয়োজন যে সত্যিই ভাষার – সংস্কৃতির – সাহিত্যের – শিল্পের মিলনক্ষেত্র হয়ে ওঠে।ঝর্ণা ভট্টাচার্য্য দি জয়া ঘটক দি, স্বপ্ন দত্ত বাউল,অজয় চক্রবর্তী দা, পত্রালি দি আপনাদের সহযোগীতা আমাদের ভবিষ্যতের পাথেয়। আগামীতেও পাশে পাবো আপনাদের এই আশা রাখি।

আরও পড়ুনঃ পত্রিকার সুবর্ণজয়ন্তী পূর্তিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির

আর গ্রেটার নয়ডা কালীবাড়ির কথা আলাদা করে কী বলবো, পত্রিকার প্রধান উপদেষ্টা বুলা চক্রবর্তী মহাশয়া, মনোজিৎ দা, অমিতাভ চক্রবর্তী দা, সুশান্ত দা, হিমাচল দা, মণীন্দ্র মন্ডল মহাশয়, এনাদের একান্ত সহযোগীতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন সম্ভবই হত না হয়ত।

অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। সবশেষে একটাই কথা, প্রথমবারের জন্যে পত্রিকার সম্পাদনা,এতবড় একটা অনুষ্ঠানের আয়োজন, নিজেদের মত করে একটা পত্রিকা প্রকাশ করা, নিজের হাতে সেটার সমস্ত কাজ সম্পন্ন করার এই স্বপ্নটা কখনই পূরণ হতো না যদি না পত্রিকার আর একজন সম্পাদক ডালিয়া মুখার্জি আমার সাথে থাকতো,পাশে থাকতো।

আমি নিজের ব্যক্তিগত জীবনের চাপে কিছুই করতে পারিনি যেটুকু করেছি সেটাও না করারই সমান, তবুও সবকিছুই আমার মত খুঁতখুঁতে মানুষের মনের মত করে সাজিয়ে তোলার জন্যে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।এভাবেই পাশে থেকো সবসময়।

যারা আসতে পারেননি তারা বই সংগ্রহ করার জন্যে ইনবক্সে যোগাযোগ করবেন।ভালো থাকবেন প্রত্যেকে,পাশে থাকবেন সাহিত্যে-শিল্পে থাকবেন।” বাংলার বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী ও অজয় চক্রবর্তী তাদের কবিতা পাঠের পর ভীষণভাবে মুগ্ধ হন দিল্লির বাঙালি কবিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here