নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আগামী ২৫ নভেম্বর খড়্গপুর বিধানসভার উপনির্বাচন। আর এই উপনির্বাচনের জন্য এখন থেকেই জোরকদমে চলছে সব পক্ষের প্রচার।
বিজেপি এবং তৃণমূল প্রার্থীর পাশাপাশি নিয়মিত প্রচার সারছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল। রবিবার ছুটির দিন, সকাল থেকেই খড়্গপুর শহরের প্রেমবাজার, ডিভিসি-সহ খড়্গপুরের বিভিন্ন প্রান্তে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল প্রচার সারেন।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে প্রচারে বাড়তি দায়িত্ব পার্থর
সাথে সঙ্গ দেন বাম কর্মী সমর্থকেরা। কংগ্রেসের দাবি, এবারের নির্বাচনে ভাল ফল করবেন তাঁরা। উল্লেখ্য, এক সময় খড়্গপুর শহরে দীর্ঘদিন বিধায়ক হিসেবে ছিলেন কংগ্রেস নেতা জ্ঞান সিং সোহন পাল।
২০১৬ সালে অবশ্য তিনি বিজেপির দিলীপ ঘোষের কাছে হেরে যান। তবে এবার কংগ্রেস আশাবাদী তাঁদের প্রার্থী এবার জয়ী হবেন এই খড়্গপুর সদর বিধানসভা আসনে।
রবিবার এমনই দাবি করলেন প্রদেশ যুব সাধারণ সম্পাদক অলোকেশ মহাপাত্র। তিনি বলেন, “চাচার স্থানে এবার চিত্ত বাবুকেই খড়্গপুরের মানুষ জিতিয়ে আনবেন।
প্রচারে বেরিয়ে সেটা আমরা নিশ্চিত। আর যারা ভাবছে এটা দ্বিমুখী লড়াই, তারা ওই আশা নিয়েই থাকুক। কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দীতা কতটা আছে, ফলাফলের দিন বুঝতে পারবেন।”
একই বক্তব্য কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন খানের। তিনি বলেন, “এই খড়্গপুর বিধানসভার উপনির্বাচন আমাদের কাছে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। শুধুমাত্র বাম বা কংগ্রেসের নয়, বিজেপি এবং তৃণমূলেরও বহু ভোট আমাদের প্রার্থী পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584