সুদীপ পাল,বর্ধমানঃ
গত মঙ্গলবার কলকাতায় বৈঠকে দলের নেতাকর্মীদের তোলাবাজি টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন চোরেদের দলে রাখা হবে না। এই তোলাবাজির টাকা ফিরিয়ে দেওয়ার যে নির্দেশ তারপর থেকেই রাজ্যের নানা জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে।
পূর্ব বর্ধমান গলসি ১ ব্লকের পঞ্চায়েতের উঠলো সেই ক্ষোভের ঝড়৷কয়েক বছর ধরে সরকারি প্রকল্পের বাড়ি তৈরিতে টাকা নেওয়া,অন্য প্রকল্পের হিসেব না দেওয়া একাধিক কারণে এলাকাবাসীর মনে ক্ষোভ জমছিল।দু’পক্ষের আলোচনার জন্য দিন নির্ধারিত হয়েছিল। তবে গ্রামবাসীরা জড়ো হলেও নেতারা এলেন না৷ ফলে মানুষের ক্ষোভ আরো বেড়ে যাওয়ায় তৃণমূল পঞ্চায়েতের সদস্য ও নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল।
গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের সদস্য গোরাচাঁদ মাঝি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরীর জন্য প্রত্যেকের কাছে হাজার দশেক টাকা নিয়েছে,১০০ দিনের প্রকল্পে সাধারণ গ্রামবাসীদের চেয়ে তৃণমূলের সমর্থকরা বেশি কাজ পেয়েছেন বলেও তাঁদের অভিযোগ।
আরও পড়ুনঃ কাট মানি ফেরতের দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ সাঁইথিয়ায়
গ্রামবাসীদের বক্তব্য, গ্রামের শঙ্কির মাঝির বাড়ি থেকে ভ্রমর মাঝির বাড়ি পর্যন্ত ১০০ মিটার রাস্তা পাকা করতে খরচ দেখানো হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এটি অবাস্তব শুধুমাত্র নয়, নেতারা এই ধরনের হিসাব দেখিয়েছেন কাটমানি পাবেন বলে।
তাঁদের অভিযোগ,বাসিন্দারা দাবি করেন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য টাকা তোলা হয়েছে৷একশো দিনের কাজ করার পরে টাকা মেলেনি।নেতাদের এর জবাব দিতে হবে বলে তাঁরা পঞ্চায়েতের দ্বারস্থ হন।
পঞ্চায়েত সদস্য গোরাচাঁদ মাঝির বাড়িতে হামলা হয় এবং বাড়ির সদস্যদের গালাগালি করার অভিযোগ ওঠে। অন্যদিকে তৃণমূল নেতা দিলীপ ঘোষ এবং সমীর ঘোষের বাড়িতে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ।
তৃণমূল নেতারা অবশ্য দাবি করছেন, গ্রামের লোকজন নয় বিজেপি অশান্তি পাকাচ্ছে। ব্লকের সভাপতি জাকির হোসেন বলেন, গ্রামে লিখিতভাবে অভিযোগ করা হবে বলে জানানো হয়।
যদিও বিজেপির তপশিলি মোর্চার সভাপতি ছোটন মাঝি বলেন, গ্রামের মানুষ বহুদিন থেকে হিসেব চাইছেন। নেতাদের অন্যায় স্বীকার করে নিতে বলছেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনরকম গা করা হয়নি। তাতেই ক্ষোভ জমে যাচ্ছে সাধারণ মানুষের। এর সাথে বিজেপির কোন সম্পর্ক নেই। তবে কাজ না করে টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয় বলে জানান পারাজ পঞ্চায়েতের প্রধান শাজাহান শেখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584