নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রাজ্যের বিভিন্ন জায়গার মতো উত্তরবঙ্গেও কাটমানির টাকা ফেরতের দাবিতে সরব হয়েছে মানুষ।এক পঞ্চায়েত সদস্যার বাড়িতে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর শিবকাটার ঘটনা।পরবর্তীতে টাকা ফেরতের আশ্বাসের পর ওঠে বিক্ষোভ।অভিযোগ,শরিকি জমির ভাগ বেশি পাইয়ে দেবার নাম করে স্থানীয় কৃষক বিষ্ণু বর্মনের কাছে দাবি করা হয়েছিল টাকা।
এবং স্থানীয় পঞ্চায়েতে সদস্যা ঝর্না সরকারের বাড়িতে সেই টাকা নিয়েছিল তৃনমূলের বুথ সভাপতি।আর সেই টাকাই ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যার বাড়িতে বিক্ষোভ দেখায় উত্তর শিবকাটার স্থানীয় মানুষ।
আরও পড়ুন: ‘কাটমানি’ ইস্যুতে কোচবিহার পৌরসভায় বিক্ষোভ বিজেপির
এই বিক্ষোভের মাঝেই বেড়িয়ে আসে স্থানীয় বিপ্লব সরকারের জমি থেকে গাছ কেটে বিক্রি করে সেই টাকা হাতিয়ে নিয়েছে পঞ্চায়েত সদস্যাসহ তৃনমূল দল।ফলে, এই অভিযোগে শনিবার স্থানীয় মানুষ টাকা ফেরতের দাবি জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায়।স্থানীয় পঞ্চায়েত সদস্যা এই অভিযোগ না জানার কথা অস্বীকার করলেও পঞ্চায়েত সুপারভাইজার বিশ্বজিত বিশ্বাস অবশেষে টাকা ফেরতের আশ্বাস দেন।তারপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।উঠে যায় বিক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584