দিনহাটায় তৃণমূলের বেসরকারি যাত্রী পরিবহন বন্ধের প্রতিবাদে,পাল্টা মিছিল বিজেপির

0
36

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

The protest of stop the private vehicle | newsfront.co
নিজস্ব চিত্র

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ উপর হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূলের শ্রমিক সংগঠনের ডাকা বেসরকারি যাত্রী পরিবহন বন্ধের প্রতিবাদে দিনহাটায় বিজেপির শ্রমিক সংগঠন মিছিল করল।অপরদিকে সোমবার সকাল থেকে দলের দিনহাটা মহকুমা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন বিজেপি নেতা অমিত সরকার, বিপ্লব মন্ডল প্রমুখ এর নেতৃত্বে এদিনের এই মিছিল শহরের গোসানি রোড বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ঘুরে দলীয় কার্যালয়ে শেষ করে।এদিনেই মিছিল থেকে তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে দিনহাটায় শান্তি বিঘ্নিত করার অভিযোগ তোলা হয়।

আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল

স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, দিনহাটার নয় হাটে রবিবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বিধায়ক উদয়ন গুহকে লাঞ্ছিত এবং তার উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।এই ঘটনা নিজেদের গোষ্ঠী কোন্দলকে চাপা দিতে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল।

এদিন বেসরকারি যাত্রী পরিবহন বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে ভোগান্তির হাত থেকে মুক্তি দিতে এদিন বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিরাট মিছিল শহর পরিক্রমা পর দুই একটি বেসরকারি গাড়ি চলাচল শুরু করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here