আইন কলেজের বৈধতা নিয়ে প্রশ্ন

0
35

সুদীপ পাল,বর্ধমানঃ

The question of law college
নিজস্ব চিত্র

আস্ত কলেজ।পড়ুয়াও অনেক। কিন্তু কলেজ কি বৈধ? দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি আইন কলেজের বৈধতা নিয়ে কয়েকশো আইন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা কলেজের সামনে বিক্ষোভ দেখালেন।

অভিযোগ, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কলেজ কর্তৃপক্ষ কিভাবে গত চার বছর ধরে ছাত্রছাত্রী ভর্তি করছে? শুধু তাই নয় কলেজের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কোন অনুমোদন নেই অথচ কলেজের সামনে বড় বড় করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত কলেজ বলে লেখা আছে।

আরও পড়ুনঃ নগর কলেজে গ্রামীন চিকিৎসক সংগঠনের বাৎসরিক সম্মেলন

এই রকম পরিস্থিতিতে পড়ুয়া এবং অভিভাবকরা বুঝে উঠতে পারছেন না কি করবেন! তার কারণেই কলেজের সার্টিফিকেটের কোন মূল্যই থাকবেনা! একই সাথে পড়ুয়াদের বয়স এবং টাকা দুটোই নষ্ট হবে। যদিও কলেজ কর্তৃপক্ষ সাফাই গাইছেন বর্তমানে কলেজটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে।

আগে তা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। তখন কোন সমস্যা হয়নি । যদিও অভিভাবকরা তা শুনতে চাইছেন না। তাঁরা বলছেন বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে মুক্ত হতে চাইছে কলেজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here