ভিড়–ঠাসাঠাসিতে পদপিষ্ট রেল যাত্রীরা

0
58

সুদীপ পাল, বর্ধমানঃ

যাত্রীদের হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে জখম ও পদপিষ্ট হল ১ শিশু-সহ ১১ জন। বর্ধমান জংশন স্টেশনের এই কাণ্ডতে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।

the rail passenger injured for heavy crowd | newsfront.co
আহত। নিজস্ব চিত্র

বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম এ বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমান আসানসোল প্যাসেঞ্জার আসে। এই ট্রেনটি ছাড়ার কথা থাকে ৩টে ২৯ মিনিটে। সওয়া তিনটে নাগাদ পাশের ৫ নম্বর প্লাটফর্মে এসে যায় ডাউন পূর্বা এক্সপ্রেস। স্টেশনের ফুটওভার ব্রিজের চারটে সিড়িঁর মধ্যে একটি যেখানে বন্ধ সেখানে পাশাপাশি একই প্লাটফর্ম এ একই সময়ে কেন ট্রেন দেওয়া হল তা নিয়ে যাত্রীরা প্রশ্ন তুলেছেন।

রেলের তরফে দাবি করা হয়েছে ধাক্কাধাক্কিতে পাঁচ জন আহত হয়েছেন। তবে বর্ধমান মেডিকেল কলেজের দাবি, স্টেশনে দুর্ঘটনায় এক শিশু-সহ এগারো জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

the rail passenger injured for heavy crowd | newsfront.co
বর্ধমান জংশন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত ২

বর্ধমান স্টেশনে প্রতি দিন গড়ে ১ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ১৪৩ জোড়া লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলে। যাত্রী পরিষেবার মানের উন্নয়ন কেন হবে না তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, প্রত্যেকবারই ট্রেন আসার কয়েক মুহূর্ত আগে মাইকে ঘোষণা করা হয় তাতেই হুড়োহুড়ি বেড়ে যায়। তবে বর্ধমান জংশন স্টেশনের ম্যানেজার স্বপন অধিকারীর দাবি, ঘোষণা ঠিক সময়ই করা হয়েছিল। একটি ফুটব্রিজ বন্ধ থাকায় ভীড়ের চাপে এই ঘটনা ঘটেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here