সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগণাঃ
শিয়ালদহ দক্ষিন শাখার বারুইপুরে লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বারুইপুর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ লোকাল বারুইপুর এক নম্বর প্লাটফর্মে ঢোকে।
তারপরেই শিয়ালদহগামী আপ ট্রেনটির পিছনের গার্ডের মাথার দিকের প্যান্টোগ্রাফটি ভেঙে যায়।সাথে সাথে ওভার হেডের তারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যায়।তারপর থেকেই বারুইপুর থেকে আপ ও ডাউন উভয়ে লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ চালকের ঝামেলায় দেরি গৌর লিংক ছাড়তে
টাওয়ার ভ্যান এসে কাজ শুরু করলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক ঘণ্টা লাগবে বলেই জানান রেল আধিকারিকরা।বাড়ি ফেরার পথে হয়রানির শিকার নিত্য যাত্রীরা।
এরপর রাত সাড়ে ১১টার পর যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বারুইপুর স্টেশন এ ব্যাপক ভাঙচুর চালায়।
আজ সকাল থেকে ট্রেন অনিয়মিত ভাবে চললেও বেলার দিকে পুরোপুরি ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানান রেল আধিকারিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584