‘হাবজি গাবজি’-তে মায়ের ভূমিকায় শুভশ্রী

0
61

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বড়পর্দায় আসতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি-র নতুন জুটি। পরিণীতা, ধর্মযুদ্ধ-এর পর এবার আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হাবজি গাবজি’।

raj chakraborty's upcoming movie hadji gabji | newsfront.co
কোলাজ চিত্র

চাকরিজীবী বাবা মায়ের নিঃসঙ্গ সন্তানের কথাই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। বর্তমানে বাস্তব জীবন থেকে দূরে সরে গিয়ে যান্ত্রিকতাকে সঙ্গী করছে কিশোর কিশোরীরা। ক্রমশ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে নতুন প্রজন্ম। এর ফলে বিপন্ন হচ্ছে কিশোর জীবন। চারপাশে কিশোর কিশোরীদের মোবাইলের জালে আটকা পড়তে দেখেই এই ছবিটি তৈরী করার কথা ভাবেন রাজ।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতা থেকে উঠে এবার বড়পর্দায় আসছে বীর যোদ্ধা ‘তানহাজি

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিটিতে বাবা-র ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় ও মা-এর ভূমিকায় শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে।

‘প্রলয়’-এর পর ‘হাবজি গাবজি’-তে রাজ-এর সাথে আবারও কাজ করলেন পরমব্রত। ‘হাবজি গাবজি’-র শ্যুটিং-এর কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে আসা করা যায়।

২০২০-তে এই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত বেশ কয়েকটি ছবিতে জনপ্রিয়তা অর্জন করেছেন শুভশ্রী। আশা করা যায় পরিণীতা, ধর্মযুদ্ধ-এর পর ‘হাবজি গাবজি’-তেও শুভশ্রীর অভিনয় সকল দর্শকের মন ছুঁয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here