নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস শহীদ শ্রদ্ধাঞ্জলি ও দেশপ্রেম যাত্রা আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি।
১৯৪২-এর ২৯শে সেপ্টেম্বর অবিভক্ত তমলুক মহকুমা জুড়ে থানা দখলের দিন। এই দিনের অমর শহীদদের স্মরণ ও শহিদ মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানাল বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সহ নিমতৌড়ি হোমের আবাসিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষেরা।
শহিদদের স্মরণে সকালবেলা একটি দীর্ঘ পদযাত্রা শুরু হয়। তমলুক কোর্ট ময়দান শহিদ মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে এই দেশপ্রেম যাত্রায় হোম আবাসিক, দঃ নারিকেলদা স্কুলের ছাত্র-ছাত্রী, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পাঠরতা ছাত্রী ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩০০ বেশী মানুষজনেরা।
এই দেশপ্রেম যাত্রা পতাকা নেড়ে শুভ সূচনা করেন প্রবীন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত, অধ্যাপক প্রাক্তন বিধায়ক ব্রহ্মময়নন্দ পদযাত্রায় শহর পরিভ্রমন করে নিমতৌড়ি শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে এসে পৌচ্ছায় সেখানে শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী-শিশু, সমাজকল্যাণ ও ত্রাণ কর্মধ্যক্ষা সুমিত্রা পাত্র, শিশু সুরক্ষা সমিতির পক্ষে কৃষ্ণাবল, বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন সাউ, মদনমোহন মহাপাত্র সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ১৯৪২-এর ২৯শে সেপ্টেম্বর দীর্ঘ স্মৃতিচারন করেন অধ্যাপক প্রাক্তন বিধায়ক ব্রহ্মময়নন্দ, সুমিত্রা পাত্র তাঁর ভাবনা জানান পঃ বঃ সরকার সেবামুলক কাজে সর্বদা আছে প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা জানান তিনি বলেন আমরা সুশীলদা কে ভগবান বলে জানতাম।
আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা পদযাত্রা
সুশীলদা কোন নির্দেশ দিলে সেই নির্দেশ পালন করতে না পারলে ঘুম হত না। মাতঙ্গিনী হাজারা বৃদ্ধা হয়েও গান্ধীজীকে তার আরাদ্ধ দেবতা বলে ভাবতেন তাই তাঁর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে ভারতছাড়ো আন্দোলনে তমলুক থানা দখলে সামিল হলেন এবং শহীদ হলেন। আজকের এই অনুষ্ঠানের উদ্যোগ কে তিনি স্বাগত জানান।
প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান ২০০০ সাল থেকে প্রতিবারে মতো দিনটি আমাদের প্রতিষ্ঠান পালন করে থাকে, শহিদ মাতঙ্গিনী হাজরার পূর্নাবয়ব মূর্তি স্থাপন শিশু উদ্যান স্থাপন, শহিদ মাতঙ্গিনী পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে।
২০১০ সাল থেকে প্রায় প্রতিবছরই সাংসদ ও বর্তমান মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকেন। এবছর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য থাকতে পারেন নি, যার ফলে আমাদরে প্রতিষ্ঠান সেবামূলক কর্মসূচী ও নতুন ভবনের শুভ উদ্বোধন করা গেল না পরবর্তী সময় তার তিনি উদ্বোধন সম্ভব হবে এদিন দিব্যাং ছাত্র-ছাত্রীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং মহিষাসুরমর্দিনী আলেখ্য পরিবেশন করে সকলকে অবাক করে দেয়।
অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি কেন্দ্রীয় সরকারের অবসর প্রাপ্ত কর্মী দিব্যাঙ্গদের শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নে তার জীবনের সঞ্চয় অর্থ সাহায্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584