কোলাঘাটে গণসচেতনতা মূলক পদযাত্রা

0
147

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সবুজায়ন ভরিয়ে দিতে আহ্বান করা হয়েছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে।

rally in kolaghat | newsfront.co
নিজস্ব চিত্র

সমস্ত এলাকাবাসীকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পৃথিবীর ভারসাম্যতার সচেতনতা করতে বলা হয়েছে সমস্ত মানুষজনকে,সেই মতোই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা স্বামীজি অ্যাকাডেমির পক্ষ থেকে গণ সচেতনতামূলক এক পদযাত্রার আয়োজন করা হয়।

শুধু তাই নয় এলাকাবাসীকে ডেঙ্গি প্রতিরোধের বিভিন্ন সচেতনতামূলক বার্তা ও সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বার্তাও দেওয়া হয় এলাকার মানুষজনকে।

rally in kolaghat | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সপ্তাহব্যাপী পরিবেশ সচেতনতা অভিযানের সমাপ্তি

এই কর্মসূচিতে ছোট ছোট শিশুরাও সামিল হয়েছে,এই সংগঠনের এক উদ্যোক্তা বলেন সারা জেলাতে বিভিন্ন ক্লাব সংগঠন বা সমাজ মূলক সংগঠনের মধ্যে এই রকম কর্মসূচি নেওয়া উচিত,এলাকার লোক যাতে বৃক্ষরোপণ করে সবুজায়নে ভরিয়ে দেয় সেই দিকে সচেতনতামূলক প্রচার করা দরকার।

এ ছাড়াও সাধারণ মানুষ যাতে জল অপচয় না করে সেই দিকে সচেতনতা করতে হবে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মণ্ডল ,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজ কুমার কুণ্ডু সহ একাধিক এলাকার বিশিষ্ট জনেরা।তবে এই কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here