নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই লোকসভা ভোটের ফলকে কেন্দ্র করে অনেকটাই চাপের মুখে রাজ্যের বর্তমান শাসক দল।তাই সংগঠনকে নতুন করে সাজাতে রদবদল করেছে তৃণমূল কংগ্রেস।
তাই কর্মীদের মধ্যে অক্সিজেন জোগান দিতে ও কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের জনসভাকে স্মরণীয় করে রাখতে জেলায় জেলায় তারই প্রস্তুতি এখন তুঙ্গে।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর এলাকায় একুশে জুলাইয়ের জনসভা সফল করা ও জনসংযোগ যাত্রার লক্ষ্যে এক মহা মিছিলের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ একুশের সভার প্রচারে তৃণমূলের মিছিল
এই মিছিলের শেষে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি জানান, “একুশে জুলাইয়ের সমর্থনে সারা জেলা থেকে শুরু করে ব্লকে ব্লকে আমাদের মিছিলের কর্মসূচি চলছে,লোকসভা ভোটের ফলাফলের পর তৃণমূল কর্মীরা কিছুটা হতাশ হলেও এখন তারা অনেকটাই অক্সিজেন জোগান দিয়েছে,তাই মানুষ কাতারে কাতারে আসছে এবং বিরোধীদের কুত্সা ,অপপ্রচার,নানান অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584