পিয়ালী দাস,বীরভূমঃ

এজন্য রাজকীয় প্রত্যাবর্তন।বুধবার নানুরের প্রাক্তন তৃণমূলের বিধায়ক গদাধর হাজরার বিজেপিতে যোগদানের পরেই বৃহস্পতিবার সকালে তৃণমূলের কার্যকরী সভাপতি কাজল সেখ ও বীরভূম জেলা তৃণমূল নেতা অভিজিৎ সিনহার নেতৃত্বে এক বিশাল মিছিল নানুর অঞ্চল চষে ফেলে।
আক্ষরিক অর্থে নানুরের ভূমিপুত্র কাজল সেখের নেতৃত্ব আজও পছন্দ করে, আজকের মিছিল তা আবার প্রমাণ করে দিয়েছে।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে আওয়াজ উঠেছিল পুরনো কর্মীদের ফিরিয়ে আনার জন্য।বেশ কিছুদিন ধরে নানা কারণে দলের সঙ্গে দূরত্ব হয়েছিল কাজল সেখের।

সেই দূরত্ব মিটতেই ফের স্বমহিমায় কাজল।এলাকা তৃণমূল কর্মীদের দাবি গদাধর হাজরা দলে থেকে দলেরই ক্ষতি করছিলো।তাই বিজেপিতে চলে যাওয়াতে এক প্রকার দল শুদ্ধ হলো।তবে নানুরে বৃহস্পতিবারে তৃণমূলের জনস্রোতের মিছিল নিয়ে সেভাবে কিছু বলতে রাজি হয়নি কাজল শেখ।মিছিল শেষে বীরভূম জেলা তৃণমূল নেতা অভিজিৎ সিনহা বলেন,
আরও পড়ুনঃ আক্রান্ত দলীয় কার্যালয়,প্রতিবাদে সিউড়িতে মিছিল তৃণমূলের
“যারা বিজেপিতে চলে গেছে তারা আমাদের কাছে গুরুত্বহীন,২০১৬ তে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে নানুর বিধানসভা থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল গদাধর হাজরা,বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হেরে যাওয়ার পরেও গদাধর হাজরাকে জেলা যুব সভাপতি পদে বসিয়েছিলেন,মনিরুল ইসলাম যিনি লাভপুরে তৃণমূলের বিধায়ক,তিনি গতকাল অবধি পাথরচাপুরি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তাও যদি তারা দল বদল করে ভালো থাকতে চান তো ভালো থাকুক।মানুষ দলবদল কারীদের ঠিক সময়মতো বিচার করবে।
কে দিল্লি গেল,কে মুম্বাই গেল,তাতে তৃনমূল কংগ্রেস এ কিছু আসে যায় না,কারণ তৃণমূল কংগ্রেস নেতা নয় নিচুতলার কর্মীদের ওপর ভরসা করে গড়ে উঠেছে।তাতে আমাদের কোন কিছু আসবে যাবে না।বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। তাই বীরভূমের প্রতিটি অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় মিছিলে শামিল হবেন। বৃহস্পতিবার নানুর সেই বিজয় মিছিল দিয়ে যাত্রা শুরু করলো।”
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেছে বিধানসভা ভিত্তিক নানুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবার প্রায় ১৮ হাজার বেশি ভোট পেয়েছে বিরোধী প্রার্থী তুলনায়।কাজল সেখ দাবি করেন,আগামী ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা সিপিএমের কাছ থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584