মহিলা পরিচালিত মাতৃ সংঘের উদ্যোগে রথযাত্রা মিত্র কম্পাউন্ডে

0
52

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ratha yatra | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুরের মিত্র কম্পাউন্ড কালী মন্দির কমিটির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় এবং উৎসাহের সঙ্গে বার হলো রথ।বৃহস্পতিবার মিত্র কালী মন্দির থেকে রথের দড়িতে টান পড়ে।সম্পুর্ন মহিলা পরিচালিত এই রথযাত্রার উদ্যোক্তা মাতৃ সংঘ।

ratha yatra | newsfront.co
রথযাত্রায় ভক্তদের ঢল।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাধামাধব মন্দিরের উদ্যোগে রথযাত্রা কোলাঘাটে

এদিন বিকেলে হাজার খানেক ভক্তবৃন্দ রথযাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ এবং ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায়।কালী মন্দির থেকে বেরিয়ে মিত্র কম্পাউন্ড,বিধাননগর,শরৎপল্লী , ডাকবাংলো ঘুরে পুনরায় মিত্র কালী মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় এই রথযাত্রা।

এদিকে প্রতিবছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় মেদিনীপুর জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পরিচালনায় রথযাত্রা শহর পরিক্রমা করে। জগন্নাথ,বলরাম,সুভদ্রা এবং নন্দী ঘোষের রথ এর সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা নজর কাড়ে । রথ দেখতে রাস্তায় ছিল মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here