গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র

0
89

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

গৃহীত হল শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। সোমবার বিধানসভা থেকে বেরিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী বলেন,”নিজের ইচ্ছায় নিয়ম মেনেই পদত্যাগপত্র দিয়েছি । অধ্যক্ষ পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আইন মেনেই পদত্যাগপত্র নেওয়া হয়েছে।”

Suvendu Adhikari | newsf
ছবিঃ বিভাস লোধ

বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন আগেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু, সেই পদত্যাগপত্র নিয়ম মেনে দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাই সেইসময় পদত্যাগপত্র গৃহীত হয়নি। আজ শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন শুভেন্দু।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান করে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন শুভেন্দু অধিকারী

সাক্ষাৎয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বলেন, “আইন মেনেই পদত্যাগপত্র নিয়েছেন অধ্যক্ষ। আজ থেকে আমি একজন সাধারণ ভোটার।” শুভেন্দু অধিকারীকে আজ ডেকে পাঠানোর পর বিমানবাবু তাঁকে প্রশ্ন করেন, যে পদত্যাগপত্রটি লেখা হয়েছে, সেটি তাঁর নিজের লেখা কি না, এই পদত্যাগপত্র লেখার জন্য কেউ শুভেন্দুবাবুর উপর চাপ দিয়েছেন কি না, শুভেন্দুবাবু স্বেচ্ছায় পদত্যাগপত্রটি লিখেছেন কি না? যার উত্তরে শুভেন্দুবাবু জানান, তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এই পদত্যাগপত্র লিখেছেন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠকে বিমানবাবু জানান, “এর আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র নিয়ম মেনে পাঠানো হয়নি। তাই তাঁকে আজ দুপুর ২টোয় ডেকে পাঠানো হয়েছিল। তিনি দেখা করেছেন এবং তাঁর জবাবে আমি সন্তুষ্ট। বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করেছি । আজ বিকেল থেকে ইস্তফা গৃহীত হল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here