ধুলিয়ানে তৃণমূলের সম্বর্ধনা সভায় একসাথে চলার আহ্বান জেলা সভাপতি

0
90

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the respect meeting of tmc
নিজস্ব চিত্র

ধুলিয়ান পৌরসভা ও সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জঙ্গীপুরের নব নির্বাচিত সংসদ আলহাজ্ব খুলিলুর রহমান এবং জেলা সভাপতি আবু তাহের খান-কে সংবর্ধনা দেওয়া হলো।উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান,জঙ্গীপুরের সংসদ আলহাজ্ব খলিলুর রহমান,সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম,ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সুবল সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

the respect meeting of tmc2
নিজস্ব চিত্র
the respect meeting of tmc6
নিজস্ব চিত্র

এদিন জেলা সভাপতি মঞ্চ থেকে বলেন, সবাই কে একসাথে চলতে হবে এর পর দুই গোষ্ঠীকে আমিরুল ও বিপ্লবকে হাত ধরিয়ে মঞ্চে দার করান,আগামী দিনে আবার এলাকা উদ্ধার করবে বলে আহ্বান জানান।

আরও পড়ুনঃ কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দীৎসা ঘোষকে সম্বর্ধনা

the respect meeting of tmc
নিজস্ব চিত্র

এই মঞ্চে বিপ্লব গোষ্ঠীর নির্দলে যারা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জিতেছিল তাদের দলীয় পতাকা ধরিয়ে পুনরায় তৃণমূলে যোগদান করানো হয় জেলা সভাপতির হাত দিয়ে।

যদিও এক সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন যারা দলের থেকে দলীয় সিদ্ধান্ত না মেনে ভোটে দাঁড়িয়ে জিতলেও দলে নেওয়া হবে না তারাই সাত জন আজ আবার তৃণমূলে যোগদান করল।এদিনের সভা তৃণমূলের সাংগঠনিক শক্তি মজবুত করতে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশিষ্ট মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here