রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

গোটা মে মাস জুড়ে ফলাফলের মরশুম।আজ বৃহস্পতিবার প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম ও ফাজিল পরিক্ষার ফলাফল।হাইমাদ্রাসা (মাধ্যমিক) পরিক্ষায় উল্লেখযোগ্য ফল করে বাজিমাত করলো মুর্শিদাবাদের ছাত্ররা। উল্লেখ্য প্রথম ১০ এর মধ্যে প্রথম, চতুর্থ , ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করেছে।


পশ্চিমবঙ্গ হাইমাদ্রাসা বোর্ডের পরিক্ষায় ৭৭১ পেয়ে রাজ্যে মধ্যে প্রথম স্থান দখল করলো মুর্শিদাবাদ জেলার নওদা থানার ত্রিমোহিনী গ্রামের অন্তর্গত ত্রিমোহিনী হাইমাদ্রাসার ছাত্র সাইনুল শেখ।সে বর্তমানে আল আমীন মিশনের উলুবেড়িয়া শাখায় বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেণিতে পড়াশুনা করছে।
আরও পড়ুনঃ হাইমাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ

সাইনুলের এই সাফল্যের কথা জানার সাথে সাথে তার পিতা মাতা ও পরিবারে যেন খুশির জোয়ার আসে।এদিকে সাইনুলের ফলাফলে নওদা থানার ওসি মৃনাল সিনহা সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষীকাদের মধ্যে খুশীর আবহ তৈরী হয়।কৃতি ছাত্রের বাড়িতে উপচে পড়েছে ভিড়।

সাইনুল খুবই মেধাবী ছাত্র।বাবা মুনতাজ সেখ চটকলকর্মী, মা মিনুয়ারা বিবি সেলাইমেশিনে কাজ করে সংসার চালান।সে পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয়।ফলাফলের খবর পেয়ে সাইনুলের বাড়িতে যান নওদা থানার ওসি মৃনাল সিনহা। সাইনুলের পরিবারের হাতে ফুল ও মিস্টি তুলে দেন তারপর ওসি জানান সাইনুলের পড়াশোনার ভার বহন করবেন তিনি।তার ভবিষ্যতের সাফল্যও কামনা করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584