নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
শবদাহ করে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল দুই শ্মশানযাত্রীর।ঘটনায় গুরুতর জখম প্রায় ৪০ জন।শুক্রবার রাতে মালদহের গাজল থানার আদিনা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ৩৪ জাতীয় সড়কে।ঘটনাস্থলে গাজল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়,স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতরা হল শনৎ মন্ডল(৫০) ও হিরু মন্ডল(৫৫)।তাদের বাড়ি চাঁচল থানার গোবিন্দপুর গ্রামে।
জানা গেছে,শুক্রবার বিকেলে মালদহের চাঁচল থানা গোবিন্দ পাড়া এলাকায় এক বৃদ্ধের মৃত্যু হয়।মৃত ব্যক্তির দেহ সৎকার্যের জন্য পরিবার ও গ্রামবাসী মিলে প্রায় ৪৫ জন যায় মালদার ইংরেজবাজার সাদুল্লাপুরে শশ্মান ঘটে।এদিন রাতে শবদাহ করে বাড়ি ফেরার পথে গাজোল থানার আদিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে দাহ করতে যাওয়া যাত্রী বোঝায় গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় হিরু মন্ডল নামের এক ব্যক্তির। গুরুতর জখম হয় ৪০ জন যাত্রী।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এদিকে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।মালদহ মেডকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক ব্যাক্তির।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।
আরও পড়ুন: পরিবেশ রক্ষার্থে কুলিক ফরেস্টে নিষিদ্ধ পিকনিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584