নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর বেলাঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল এক ডাম্পার। চালক ও খালাসীকে উদ্ধার করে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ, ২ ডিসেম্বর সোমবার ভোর প্রায় ৩ টা নাগাদ ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাবার সময় বালি বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডান দিকে একটি গাছে ধাক্কা দেয়। তারপর বাম দিকে গিয়ে একবারে উলটে যায়।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত ২
ভোরবেলা প্রকট আওয়াজে এলাকাবাসী ছুটে এসে ওই ডাম্পারের চালক ও খালাসীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কিন্তু তারা ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত বালি বোঝাই ডাম্পারটি দ্রুত গতিতে থাকার ফলেই এই দুর্ঘটনা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584