নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে ৬০ নং জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করলো জেলা ট্রাক ওনার্শ অ্যাসোসিয়েশনের খাকুড়দা ও মোহনপুর শাখা।কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী ওভার লোডিং এর মান রাজ্যে চালু করতে হবে এই দাবি সহ মোট ৪ দফা দাবি নিয়ে তারা প্রতীকী অবরোধ করে।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
মূলত দাবিগুলি হলো বাইরের রাজ্য থেকে যে সব পণ্য বোঝাই গাড়িগুলি আছে সেগুলি ওভার লোড করে এই রাজ্য থেকে বাইরে বাইরের রাজ্যে নিয়ে যাচ্ছে কিন্তু এ রাজ্যের গাড়ি মালিকরা সেই সুবিধা পাচ্ছে না,শুধু তাই নয় এবার লোড থাকা পর্যন্ত পুলিশের হয়রানিতে পড়তে হয় ট্রাক মালিকদের,অন্যদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ডিজেলের মধ্যে জিএসটি লঘু করা,এইসব দাবি নিয়েই এই পথ অবরোধ।
এই পথ অবরোধ প্রায় ৩০মিনিট চলার পর বেলদা এসডিপিও সহ বেলদা পুলিশ ঘটনাস্থলে এসে দাবিগুলি মানার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ট্রাক মালিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584