সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমানের ঘরের মেয়ে জাতীয় স্তরের একটি বেসরকারি চ্যানেলে আয়োজিত সংগীত প্রতিযোগিতা বা রিয়েলিটি-শোতে সেরার সেরা হয়েছে। সুপার সিঙ্গার চাম্পিয়ান প্রীতি ভট্টাচার্য ঘরে ফিরতেই তাকে নিয়ে রোড শো করা হল। আর তাতেই বর্ধমানবাসীর উন্মাদনা চোখে পড়ল।

প্রীতির পাড়ার ক্লাব শিবাজী সংঘের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য শহরজুড়ে রোড শো’র আয়োজন করা হয়। প্রীতি ভট্টাচার্যের বয়স ৯ বছর।

আরও পড়ুনঃ থিমের লক্ষ্মী পুজো ঘিরে উৎসব মুখর সদিয়াল
একটি হুড খোলা গাড়িতে চাপিয়ে শহর ঘোরানো হয় তাকে। শহরের কালিবাজারের প্রাচীন বড় মা কালী মন্দিরে প্রথমে পৌঁছানো হয়। পরে জি টি রোড হয়ে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেয় প্রীতি ও তার পরিবার।
মেয়ের কীর্তিতে খুশি প্রীতির বাবা প্রিয়ত ভট্টাচার্য। সাধারণ মানুষ যেভাবে তার মেয়েকে ভালোবেসেছেন তার জন্য তিনি আপ্লুত। ক্লাবের তরফে রবীন্দ্রনাথ ঘোষেরা বলেন, প্রীতি আরও বড় মাপের শিল্পী হোক।
টিভির পর্দায় ছোট্ট মেয়েটিকে দেখতে বর্ধমানে উন্মাদনা চোখে পড়ে। সেলফি তোলার হিড়িক দেখা যায়। সবে পথচলা শুরু হয়েছে আরও দূরে যেতে হবে বলে প্রীতিকে আশীর্বাদ করছেন শহরের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584