সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

বারবার স্কুল গুলিতে সিরিয়াল চুরির ঘটনায় উদ্বেগে প্রশাসন। দুইমাসে আঠারোটি স্কুল চুরির ঘটনা ঘটার পর ও অধরা অভিযুক্তরা। প্রশ্নচিহ্ণের মুখে প্রশাসন। স্কুল চুরির ঘটনায় নবতম সংযোজন কামারপোতা রামকৃষ্ণ বিদ্যা মন্দির।

আজ সকালে স্কুলে রং মিস্ত্রিরা কাজ করতে আসলে তারাই প্রথম দেখতে পায় স্কুলের মেন গেট ভাঙা। তারপর খবর দেওয়া হয় প্রধান শিক্ষক সুকুমার মালের কাছে।

আরও পড়ুনঃ এনআরসি-ক্যাব একই মুদ্রার এপিঠ-ওপিঠ, খড়্গপুরে জানালেন মমতা
তিনি স্কুলে এসে দেখেন স্কুলের আলমারি ভেঙে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র লোপাট করে দিয়েছে চোর। খবর দেওয়া হয়েছে মথুরাপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। তবে প্রতিটি স্কুলে একই পদ্ধতিতে চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584