নতুন বাস রুটের উদ্বোধন

0
79

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

The route of new bus is opening
নিজস্ব চিত্র

গ্রাম থেকে মিলে গেল শহর, নতুন বাসরুটের উদ্বোধন হওয়ায়।এই নতুন রুটটি হল বিষ্ণুপুর থানার পঞ্চানন গ্রাম পঞ্চায়েত থেকে দাদপুর,দাদপুর থেকে ঠাকুরপুকুর হয়ে ধর্মতলা ভায়া হাওড়া রেলস্টেশন পর্যন্ত।দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার।নির্ধারিত ভাড়া ৩২ টাকা।বর্তমানে এই নব উদ্বোধিত রুটে মোট চারটি বাসের পরিষেবা দেবে সিটিসি বলে জানা গেছে।

The route of new bus is opening
উদ্বোধনী অনুষ্ঠান।নিজস্ব চিত্র

নতুন বাস রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক এবং ক্যানিং বিধানসভার বিধায়ক তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌকত মোল্লা,দক্ষিন ২৪ পরগনা জেলাপরিষদের সভাধিপতি সামিমা শেখ সহ জেলা পরিষদের সদস্য জ্ঞাননন্দ সামন্ত,বিষ্ণুপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সোমাশ্রী বেতাল,বিষ্ণুপুর ২ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু দাস প্রমুখ।

আরও পড়ুনঃ প্রশাসন-বাস মালিক সংঘাত

The route of new bus is opening
সামিমা শেখ,সভাধিপতি দক্ষিন ২৪ পরগনা।নিজস্ব চিত্র
The route of new bus is opening
সৌকত মোল্লা,বিধায়ক।নিজস্ব চিত্র

এই নতুন বাসরুটের উদ্বোধনে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।আগামীতে এই রুটে বাস সংখ্যা বৃদ্ধিপাবে এবং পরিষেবা উন্নত হবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here