সুদীপ পাল, বর্ধমানঃ
সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত একটি বৈঠক হয়ে গেল বর্ধমানে, বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএ-র মিটিং হলে।
রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন তাতে। পূর্ব বর্ধমানের সংখ্যালঘু উন্নয়নে বর্তমানে ১৪টি প্রকল্প চলছে। কিন্তু সেই সব প্রকল্পের কাজ নানা কারণে আটকে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কমিশন।
মেমারি ১, কালনা ১ এবং মন্তেশ্বরের বিডিওকে ভর্ৎসনা করেন কমিশনের চেয়ারম্যান আবু আয়েস মন্ডল। কেন শেষ হয়নি এই প্রশ্নের উত্তরে বিডিওরা জানান, লোকসভা ভোট ও দরপত্রে ঠিকাদারেরা ঠিকমতো যোগ দেয়নি বলেই সময়ের কাজ সময়ে শেষ করা যায়নি।
আরও পড়ুনঃ বাঁশ বাগানের মাঝে শিশু বিকাশ প্রকল্প,নেই রান্নার লোক
যদিও কমিশনের চেয়ারম্যান বলেন এটা কোন অজুহাত নয়। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার কবরস্থান ও ঈদগাহ-এর জন্য ২৫ জানুয়ারি অর্থ অনুমোদন করেছে।
১৫ মার্চের মধ্যে ইউটিলাইজেশন শংসাপত্র দেওয়ার কথা অথচ কাজ আটকে থাকছে লিচুতলায় এসে। অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী দ্রুত কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584