তালের বীজ থেকে কচ্ছপ তৈরি করে নজির গড়ল স্বনির্ভর গোষ্ঠী

0
209

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

তালের বীজ দিয়ে কচ্ছপ বানিয়ে রেকর্ড করলেন আলিপুরদুয়ার জেলার চাঁপাতলীর একটি স্বনির্ভর গোষ্ঠী। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ী মডেল হাই স্কুল প্রাঙ্গণে।

the self help group build art craft | newsfront.co
নিজস্ব চিত্র

এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজেদের হাতে তৈরি পণ্য সামগ্রী নিয়ে এসে ষ্টল খুলেছেন।

জেলার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পররপাড় গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর চাঁপাতলীর শান্তির আশা স্বনির্ভর দলের মহিলারা একাধিক ষ্টল দিয়েছেন এই মেলায়। নিজেদের হাতে তৈরি করেছেন কচ্ছপ। এই কচ্ছপ নিয়ে তাঁরা আসানসোল, মেদিনীপুর, বর্ধমান গিয়েছিলেন।

আরও পড়ুনঃ কাগজের কলম বানিয়ে তাক লাগালেন স্বনির্ভর মহিলা গোষ্ঠী

আগামী ২৩ নভেম্বর তাঁরা কলকাতার ইকোপার্ক এ ২৩ দিনের একটি মেলায় যাবেন। স্বনির্ভর দল সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ১১ জন মহিলা নিয়ে এই দল গঠন করা হয়েছিল। তখন থেকেই তাঁরা তাঁদের এই দলকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রতিজ্ঞা করেছিলেন।

অবশেষে ২০১৮ সালে নিজেদের হাতে তৈরি কচ্ছপ নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি মেলায় অংশ নিতে থাকেন। একটি কচ্ছপ তৈরি করতে একটি তালের বীজই দরকার।

আরও পড়ুনঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চারাগাছ বিতরণ

একটি বীজ সর্বোচ্চ দুই বা তিন টাকায় কিনে থাকেন তাঁরা। বীজটিকে আগুনের তাপ দিয়ে একটু ব্যাঁকাতে হয়। এরপর পা লাগানোর জন্য ফুটো তৈরি করতে হয়।

কচ্ছপের পা লাগানোর জন্য দরকার করবী ফুলের বীজ। মাথার জন্য করবী বীজের মধ্যে ঘাসের বীজ ঢোকাতে হয়। একটি কচ্ছপ তৈরি করতে খরচ হয় পাঁচ টাকা। এর বিক্রয় মূল্য থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা।

ফলে এই কচ্ছপ বিক্রি করে তাঁরা বেশ লাভবানই হচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা চন্দনা ধর বলেন, আগামী দিনে আমরা রাজ্য স্তরের মেলায় অংশ গ্রহণ করব। মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here