তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রঘুনাথপুর গ্রামে শুক্রবার রাতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেয়ে গ্রামের চল্লিশজন বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তাদের কুনোর,কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায় শুক্রবার রাতে রঘুনাথপুরের
তোতন রায়ের বাড়িতে তার ছেলের অন্নপ্রাশনের উপলক্ষে অনুষ্ঠান হয়।সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল গ্রামবাসীরা।রাত্রের খাবার পরে দিন সকালেও গৃহকর্তার অনুরোধে খায় গ্রামবাসীরা সেই বাসি খাবার খাওয়াতেই ঘটে বিপত্তি।সেই খাবার খাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় একের পর একজনের পেট ব্যাথা ও বমি।গ্রামের মানুষজন তড়িঘড়ি করে অসুস্থ রোগীদের প্রথমে স্থানীয় কুনোর প্রাথমিক হাসপাতাল এবং পরে কিছু অসুস্থ ব্যক্তিদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল ও রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে দেওয় হয়।কালিয়াগঞ্জ হাসপাতালের সুপার ডঃ প্রকাশ রায় বলেন ভর্তি হওয়া রোগীরা বর্তমানে প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানান।অপর দিকে কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ দেবাশিস বালা বলেন বাসি খাবারে ফুড পয়জনিং হবার ফলেই এই বিপত্তি।তবে চিন্তার কোন কারন নেই।
আরও পড়ুনঃ প্রকাশিত হলো “অন্য ক্যানভাস”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584