যন্ত্রণা উপশমকারী উদ্ভাবনে দিগন্তিকা ক্ষুদে বিজ্ঞানী

0
99

সুদীপ পাল,বর্ধমানঃ

ঠাকুমা লক্ষ্মীপ্রিয়া বসু দীর্ঘদিন ধরেই ঘাড়ের স্পন্ডিলাইটিসে ভুগছেন।কিভাবে তাঁর যন্ত্রণায় উপশম দেওয়া যায় এই ভাবনা থেকেই যে বৈজ্ঞানিক চিন্তার শুরু তা বাস্তব রূপ পেল।পোশাকি নাম রাখা হল স্মার্ট কার্ভিক্যাল কলার। বৈজ্ঞানিক এই উদ্ভাবনে নজর কাড়ল পূর্ব বর্ধমানের মেমারির স্কুলছাত্রী দিগন্তিকা বসু।কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনোভেটিভ ফাউন্ডেশন যে ৩১ জন ক্ষুদে বিজ্ঞানীর নাম ঘোষণা হয়েছে তার মধ্যে অন্যতমা দিগন্তিকা।ড. এপিজে আবদুল কালাম ইগনাইট ২০১৮ পুরস্কার এখন তার হাতে।মেমারির রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দিগন্তিকা।

জানা যায়, এই কার্ভিক্যাল কলারে একদিকে যেমন ভিতরে ও বাইরের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রয়েছে তেমনি তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের যন্ত্রও রয়েছে এই বেল্টে।আগামী ১৭ নভেম্বর গুজরাটে অনুষ্ঠানে দিগন্তিকার হাতে পুরস্কার তুলে দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু এই কলার ব্যবহারের ক্ষেত্রে চার্জ কিভাবে দেওয়া যাবে? এই কলারে স্মার্টফোনের চার্জার ব্যবহার করে চার্জ দেওয়া যাবে।তাই সম্পূর্ণ চার্জ করলে ১৬ থেকে ২০ ঘণ্টা ব্যবহার করা যাবে এই যন্ত্র। দুর্গাপূজোর মধ্যে এই খবরে আনন্দের রেশ বসু পরিবার সহ মেমারির বিদ্যালয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here