আইনের অপব্যবহার করছে রাজ্য সরকার, মন্তব্য দিলীপের

0
37

মনিরুল হক, কোচবিহারঃ

আইনের অপব্যবহার করছে রাজ্য সরকার। শাসক এবং বিরোধীদের জন্য পৃথক নীতি চালু করেছে এই সরকার। বিজেপির সভা সমিতি করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার কোচবিহার পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে ওই বিশ্ববিদ্যালয়ের সম্মুখে কর্মচারী সংগঠনের একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দিলীপ ঘোষ।

নিজস্ব চিত্র

সেখানে তিনি বলেন, বিরোধী রাজনীতিকদের জন্য পৃথক নিয়ম চালু করে এ রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১৪৪ কেন ২৮৮ ধারা প্রয়োগ করলেও বিজেপিকে রোখা যাবে না, মানুষ বিজেপির সাথে আছেন বলে মন্তব্য করেন দিলীপ বাবু। এইদিন ওই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে বক্তব্য রাখেন দিলীপ বাবু।

জানা গেছে, দিলীপ বাবুর এই সফরের সময়কালে ওই বিশ্ববিদ্যালয় চত্বরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এ নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এদিন দিলীপ বাবু সেখানে বলেন, পুলিশকে অত্যন্ত খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে, এভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালানো যায় না। তবে আগামীতে বাংলায় সুদিন আসছে বলে তার বক্তব্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here