বিশ্বভারতী থেকে চন্দন কাঠ চুরি

0
130

পিয়ালী দাস,বীরভূমঃ

বিশ্বভারতী থেকে চুরি গেল চন্দন কাঠ। নিরাপত্তার ঘেরাটোপে থাকা রবীন্দ্রভবন ও মালঞ্চ থেকে গাছ দুটির খানিকটা অংশ কেটে নিয়ে যাওয়া হয়।

stolen of chandan wood | newsfront.co
নিজস্ব চিত্র

আজ সকালে সংশ্লিষ্ট লালবাঁধ পুকুরের জল থেকে গাছের কাণ্ডগুলি উদ্ধার করেন বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিকরা বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে। বিশ্বভারতীর এই রবীন্দ্রভবন থেকেই চুরি গেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক ।

তারপর কোটি কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা।বিশেষ করে রবীন্দ্রভবন চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে।তবে লাভ হয়নি।এরপরেও একাধিকবার বিশ্বভারতীর বিভিন্ন জায়গা থেকে চুরি গেছে মূল্যবান চন্দন গাছ।

আরও পড়ুনঃ দুই চন্দন কাঠ পাচারকারী গ্রেফতার

কাল রাতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে রবীন্দ্রভবন ও মালঞ্চ চত্বর থেকে চুরি যায় দুটি চন্দন গাছ।আজ সকালে বিষয়টি নজরে আসে ।

আগেরবারের মতই এবারও স্থানীয় লালবাঁধের জল থেকে কাণ্ড দুটি উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা।বিশ্বভারতীর তরফে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানানো হয়। বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক অশোক গুন বলেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি ।পুলিশকেও জানানো হয়েছে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here