পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
শিক্ষক সমাজকেও বাকরুদ্ধ করার প্রয়াসের বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধর্না প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি প্রভাবিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
সংগঠনের অভিযোগ,রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপকদের আলোচনা সভা করার অনুমতি দিয়ে তা আবার বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এই ঘটনার প্রতিবাদেই বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না প্রদর্শন কর্মসূচি পালন করল জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষকেরা।
“সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা” এই বিষয় নিয়ে একটি সেমিনার করার জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষের জন্য আবেদন করেছিল বিশ্ববিদ্যালয়ের বিজেপি প্রভাবিত অধ্যাপকদের সংগঠন জাতীয়তাবাদী “অধ্যাপক ও গবেষক সংঘ।
সভাকক্ষে আলোচনা সভা করার জন্য অনুমতিও দিয়ে দেয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কিন্তু মঙ্গলবার আচমকা সেই অনুমতি বাতিল করে দেয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এরই প্রতিবাদে বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্না অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ।
আরও পড়ুনঃ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় অসুস্থ প্রেমিকা
সংগঠনের অন্যতম সদস্য অধ্যাপক দেবাশীষ বিশ্বাস অভিযোগ করে বলেন, শিক্ষক সমাজকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দূর্নীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।আলোচনা সভা করার অনুমতি দেওয়ার পরেও তা বাতিল করে দেওয়া হয়।
সূত্রের খবর জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের আলোচনা সভায় রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে,এই অনুষ্ঠানে আমন্ত্রীত করার কথা শুনেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তাদের অনুমতি বাতিল করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যদিও,এব্যাপারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকার জানিয়েছেন,এধরনের সাংগঠনিক কোনও অনুষ্ঠানের অনুমতি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে দেওয়া হয়না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584