সাংবাদিকদের নিগ্রহকারী শিক্ষকের ক্ষমাপ্রার্থনা

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

নিজেদের দোষ ঢাকতে সাংবাদিকদের পেটালেন স্বয়ং স্কুল শিক্ষক।

teacher | newsfront.co
আক্রমণকারী শিক্ষক।নিজস্ব চিত্র

ঘটনার সূত্রপাত ঠিক গাইঘাটার ঘোজা হাই স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতার উপর একটি মিছিল বের করেন। কয়েক কিলোমিটার হাঁটার পর অসুস্থ হয়ে পড়েন প্রায় পঞ্চাশ জন ছাত্রী। সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের বনগাঁ হাসপাতালে ভর্তি করতে হয়।

চিকিৎসাধীন ছাত্রীরা।নিজস্ব চিত্র

আজ সকাল অবধি তাদের মধ্যে অনেক কেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর সংগ্রহ করতে কয়েকজন সাংবাদিক কাল ঘোজা স্কুলে যান অসুস্থ হয়ে পড়া ছাত্রীরা কেমন আছে তা জানতে। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ খবর সংগ্রহে গিয়ে স্কুলে আক্রান্ত তিন সাংবাদিক

আক্রমণ।নিজস্ব চিত্র

সেই সময় কয়েকজন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তিনজন সাংবাদিকের উপর ঝাঁপিয়ে পড়েন তাদেরকে মারধর করা হয় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয় চরম হেনস্থা করে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

এরপর সাংবাদিকরা গাইঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আসেন চিকিৎসাধীন ছাত্রীদের খবর সংগ্রহ করতে।

পরে আক্রমণকারী শিক্ষকদের বিরুদ্ধে আক্রান্ত সাংবাদিকরা গাইঘাটা থানায় গিয়ে হাজির হন লিখিত অভিযোগ জানাবেন বলে,এই খবর পেয়ে স্কুল থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে বেশ কিছু শিক্ষক আসেন গাইঘাটা থানায়। তারপর অভিযুক্ত শিক্ষক সাংবাদিকদের সামনেই তার দোষ স্বীকার করে নেন।

তারপর মানবিকতার উদ্দেশ্যে সাংবাদিকরা থানায় আর কোনো অভিযোগ না করেই ফিরে যান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here