নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি নিউ প্যালেসের সামনে গঙ্গার পাড় ঘেঁষে সারাদিনব্যাপী রবীন্দ্রনাথের ৭৮ তম প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে “কাণ্ডারী সাহিত্য পত্রিকা” ও “নীল দিগন্তে নীল পালক সাহিত্য পত্রিকা”র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল কবিতা উৎসব।
![](https://newsfront.co/wp-content/uploads/2019/08/the-poet-festival-front-of-hazarduari-palace-1024x634.jpeg)
কাণ্ডারী সাহিত্য পত্রিকার সভাপতি মাহামুদাল হাসান ও নীল দিগন্তে নীল পালক সাহিত্য পত্রিকার সম্পাদক অর্ণব সান্যালের উদ্যোগে কবি সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্ররা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলার ছোট নবাব শ্রদ্ধেয় সৈয়দ রেজা আলী মির্জ্জা মহাশয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সুবীর সরকার।
![](https://newsfront.co/wp-content/uploads/2019/08/the-poet-festival-front-of-hazarduari-palace2-1-1024x768.jpeg)
কবিতা উৎসবে উপস্থিত ছিলেন তুষারকান্তি খাঁ, সাবিনা ইয়াসমিন তাজউদ্দিন বিশ্বাস আশীষ জানা কাকলি বিশ্বাস বিধান চন্দ্র বিশ্বাস সৌমিত্র রায় দিলীপ কুমার বিশ্বাস কাশীনাথ মন্ডল ফজলুর রহমান রেখা ব্যানার্জি কিরণময় পাল, সুব্রত ভৌমিক প্রিয়াঙ্কা সরকার খলিলুর রহমান অরূপ রায় রিতা পাল চৌধুরী শুভঙ্কর চট্টোপাধ্যায় পৃথা চ্যাটার্জী অমিতাভ মন্ডল যোগিশ ভট্টাচার্য সুমিতা মুখার্জী অতনু নন্দী খাইবুল বাসার তাপস গুপ্ত গোবিন্দ ব্যানার্জী সজল সেনগুপ্ত শ্যামল রায় অপূর্ব সেন শুভঙ্কর চট্টোপাধ্যায় সহ অনেকে।
আরও পড়ুনঃ সারাদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন
![](https://newsfront.co/wp-content/uploads/2019/08/the-poet-festival-front-of-hazarduari-palace3-1-1024x768.jpeg)
এই কবিতা উৎসবে বিশিষ্ট কবিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সম্মান জানান তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুবীর সরকার।
এছাড়াও উপস্থিত ৫৫ জন কবির কবিতা পাঠে মুখরিত মুর্শিদাবাদের হাজারদুয়ারি নিউ প্যালেস চত্বর।
গঙ্গার তীরে, হাজারদুয়ারী সংলগ্ন মাঠে এই সাহিত্য উৎসবে কাব্যময় প্রাঙ্গন হয়ে ওঠে গোধূলি লগ্নে এক অনবদ্য কবিতার হাট। পথ চলতি মানুষ থেকে শুরু করে আরও অনেকেই আনন্দ প্রকাশ করেছেন এলাকার মানুষজন।
দুই পত্রিকার পক্ষ থেকে সম্মানিত হয়েছেন একাধিক কবি সাহিত্যিক। কয়েক ঘণ্টার কবিতা পাঠ আলোচনা সঙ্গীতে সমৃদ্ধ করে কবিতা উৎসব। মননশীল কবি সম্মেলন বাংলা সাহিত্যে এক মাইলস্টোন তৈরি করেছে এদিনের কবিতা উৎসবটি।
আরও জানা গিয়েছে যে, কবিতা উৎসবটি শুরুর আগ মুহূর্তে, উপস্থিত কবি সাহিত্যিকদের হাতে ছোট নবাব তুলে দিয়েছেন ঐতিহ্য সম্পন্ন ‘নবাবী শরবত’।
এই কবিতা উৎসবের অন্যতম কারিগর মাহমুদাল হাসান তোমার বক্তব্য সংক্ষেপে গল্প আজ মুর্শিদাবাদ জেলায় একটি বৃহৎ কবি সম্মেলন আমরা উপহার দিলাম যারা সাহিত্যপ্রেমী মানুষ আছেন তাদের সকলকে নিয়ে আমরা আজকে হাজারদুয়ারি চত্বরে নিউ প্যালেসে অনুষ্ঠিত কবিতা প্রাঙ্গণ সমৃদ্ধ লাভ করেছে।
নিউ প্যালেস এর সামনে গঙ্গার তীরবর্তী জায়গায় এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকেবহু কবি। আগত তাদের নিজের লেখায় প্রতিষ্ঠিত লেখক সাহিত্যিক ছিলেন আমরা অনুষ্ঠান করতে পেরে ধন্য ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584