শিক্ষকের পেশাগত অবসর দিনে চোখে জল পড়ুয়াদের মায়েদেরও

0
164

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

the teachers retired time student mothers crying
নিজস্ব চিত্র

বিদ্যালয়ে শেষ দিন,আগামীকাল আর বিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে দেখা যাবে না নিজেদের গ্রামের কিসমত দেওয়ানচক প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষক নন্দলাল খাঁ বাবুকে।সেই ভেবে বিদ্যালয়ের ছাত্রাছাত্রীদের পাশাপাশি গ্রামের অভিভাবকরা বিশেষ করে ছাত্রছাত্রীদের মায়েদেরকেও ওই শিক্ষকের জন্য চোখের জল ফেলাতে দেখা গেল। বিদ্যালয়ের বির্তমান প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা জানান,নন্দবাবু আমাদের বিদ্যালয় শুধু নয় আমাদের গ্রামেরও অভিভাবক ছিলেন।
এদিন বিদ্যালয় চত্বরে বিদ্যাসাগরের একটি আবক্ষ মুর্তি উন্মোচন করেন বিদায়ী শিক্ষক নন্দবাবু। বিদ্যালয়ের সামিনেই গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে একটি শিশু উদ্যান। সেই উদ্যানও আজ খুলে দেওয়া হয় কচিকাঁচাদের উদ্দেশ্যে।

the teachers retired time student mothers crying
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ক্রিকেটে বর্ষবরণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here