নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নকুল দানার পাল্টা এবার নুন ছিটানোর নিদান বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর। নির্বাচনের আগেই তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নকুলদানা বিতরণ নিয়ে বিতর্ক বেধেছে রাজনৈতিক মহলে,এবার নকুল দানার পাল্টায় কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি কর্মীদের হাতে নুন তুলে দেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সম্পাদক।
সোমবার মেদিনীপুর শহরে নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সায়ন্তন বসু বলেন,গুন্ডা বদমাইশদের যখন রাস্তায় ফেলে পেটানো হবে তখন তাদের গায়ে নুন ছিটিয়ে দেবে বিজেপি কর্মীরা।নুন ছিটানোর কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীদের দাবি সায়ন্তন বসুর।পাশাপাশি জেলা পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ সুপারদের কোন মূল্য নেই সবাই তৃণমূলের পা চাটা।
আরও পড়ুন সায়ন্তনের উস্কানির বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা
সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ভারতি ঘোষ,অর্জুন সিংকে নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে।এ প্রসংগে তার দাবি, তৃনমুলের নির্দেশেই ভারতি ঘোষ কিংবা অর্জুন সিং অত্যাচার করেছে।পাল্টা পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূলের জেলা সভাপতির দাবি,ভারতী ঘোষ সহ অন্যান্যরা দলের অবস্থান খারাপ করার চেষ্টা করছিল তাই মমতা ব্যানার্জি বুঝতে পেরে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে,বিজেপি তাদেরকেই আশ্রয় দিয়েছে।
পাশাপাশি বিজেপির নুন ছিটানোর নিদান প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতির দাবি,তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব বারবার দাবি করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সায়ন্তন বসুর মন্তব্যে সেই প্রচেষ্টা খুব পরিষ্কার। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে আনার কথা জানান জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।
তৃণমূলের নকুলদানার পর বিজেপির নুন দেওয়ার নিদান যে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজাকে উস্কে দেবে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584