সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে তৃণমূল নেতা

0
72

সুদীপ পাল, বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন, পূর্ব বর্ধমান জেলার ছয়টি বিধানসভার বিধায়কদের প্রার্থী করা হলে দল হারবে। এই পোস্টে অস্বস্তিতে তৃণমূল জেলা নেতারা। যদিও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই মন্তব্যকে ভিত্তিহীন কথা বলে অগ্রাহ্য করেন।

the tmc leader controversy to post on social media | newsfront.co
নুরুল হাসান। নিজস্ব চিত্র

তৃণমূল ছাত্র পরিষদের অবিভক্ত সাংগঠনিক জেলার দীর্ঘদিনের সভাপতি ছিলেন নুরুল হাসান। যদিও তাঁর এই পোস্ট করাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

সরাসরি সোশ্যাল মিডিয়ায় কেন তিনি এমন কথা লিখলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। যদিও নুরুলবাবুর বক্তব্য, দলের অনুগত কর্মী হিসেবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক বার্তা তুলে দেওয়ার জন্যই তিনি এই কথা লিখেছেন।

facebook post | newsfront.co
বিতর্কিত পোস্ট। ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের মন্তব্যের জেরে গরু দিয়ে গোল্ড লোনের দাবি এসএফআইয়ের

পোস্ট এ লেখা হয়েছে, পূর্ব বর্ধমান জেলার ১৬টি আসনের মধ্যে ৬টি আসনে বিধানসভা নির্বাচনের পূর্বের প্রার্থীদের আবার প্রার্থী করা হলে দল হারবে। কোন ছয়টি আসন তা নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। তবে মনে করা হচ্ছে এই ছয়টি বিধানসভার মধ্যে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মেমারি ও ভাতার বিধানসভা নিশ্চিত ভাবেই রয়েছে।

পূর্ব বর্ধমান ঘুরে বিধানসভার পরিস্থিতি কি তা উপলব্ধি করেই নুরুল হাসান এরকম পোস্ট করেছেন বলে মনে করছেন নুরুল ঘনিষ্ঠরা। এই ছয়টি বিধানসভা ছাড়াও খণ্ডঘোষ, মঙ্গলকোট এবং গলসিকে ঝুঁকিপূর্ণ বিধানসভা বলে মনে করেন নুরুল। তবে ছয়টি নয়, সিপিএম সম্পাদকমণ্ডলীর সদস্য উদয় সরকার বলেন, সবকটিতেই তৃণমূল হারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here